রাসবিহারীর আত্মকথা
রাসবিহারী বসু
যে দুইজন পাঠান ছিল, তাহারা বলিল, কলিকাতায় আসিবার সময় তাহারা মৌলানা সৌকত আলির সহিত দিল্লীতে সাক্ষাৎ করিয় আসিয়াছিল এবং তাহারাও ভারতকে স্বাধীন করিবার জন্য 'জান' দিয়ে এ কথাও বলিল। পাঞ্জাবের বিদ্রোহ চেষ্টা যে নিষ্ফল হইয়াছে, এসব কথা তাহারা জানিত এবং পাঠানদের মধ্যে একজন বলিল "রাসবিহারী আব কাবুল মে হ্যায়” (রাসবিহারী এখন কাবুলে)।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি