রবীন্দ্রপত্র সমগ্র (কালানুক্রমিক) ১

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশক লালমাটি

মূল্য
₹660.00 ₹700.00 -6%
ক্লাব পয়েন্ট: 50
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আত্মচরিত রচনায় অপরিহার্য অন্যতম উপাদান দুটি ডায়েরি ও চিঠিপত্র। রচনার তাগিদে কোনো কোনো পর্বে ডায়েরি বা দিনলিপি বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে লিখলেও ধারাবাহিকভাবে সমগ্র জীবনের দিনলিপি লেখেননি রবীন্দ্রনাথ। এই প্রসঙ্গে পঞ্চভূত গ্রন্থের 'পরিচয়' শীর্ষক রচনাটি স্মরণীয়। লিখতে না চাইলেও সমগ্র জীবনজুড়ে রচিত সাহিত্য-শিল্পকলা সৃষ্টির সঙ্গে সঙ্গে ভাষণ-বিবৃতি-উপদেশ- আলাপচারিতা ইত্যাদির পাশাপাশি লিখিত চিঠিপত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণগুলিই হয়ে উঠেছে ডায়ারির প্রায় পরিপূরক উপাদান।

রবীন্দ্রপত্রধারায় প্রধানত দুটি বিভাগ লক্ষ করা যায়। একটি ভাগে রবীন্দ্রনাথের জীবদ্দশায় প্রকাশিত পত্ৰসমূহে ব্যক্তিগত অনুযঙ্গ ও অন্যান্য প্রসঙ্গ বর্ণিত হওয়ায় সেগুলি অসম্পূর্ণ এবং আত্মচরিত রচনার ক্ষেত্রে সবসময়ে যথাযথ হয়ে উঠতে পারেনি। অপর বিভাগে আছে অসম্পাদিত এবং রবীন্দ্রমৃত্যুত্তর পর্বে প্রকাশিত পত্রসমূহ। তুলনায় সেগুলি অপেক্ষাকৃত সম্পূর্ণ ও আত্মচরিতের পরিপূরক।

সন্ধান পাওয়া সমস্ত চিঠিগুলির বিন্যাসে অন্যতম প্রধান ভাবনা দুটি হল ব্যক্তিকেন্দ্রিক ও কালানুক্রমিক। সুবিধা-অসুবিধা, উপযোগিতা-অনুপযোগিতার মাপকাঠিতে দুই প্রক্রিয়ার পান্না প্রায় সমান সমান। উক্ত বিষয়টিকে স্মরণে রেখে সামগ্রিভাবে রবীন্দ্রপত্রকে অপেক্ষাকৃত সম্পূর্ণ ও বৈজ্ঞানিকভাবে বিন্যস্ত করার ভাবনায়, ইতিমধ্যে সংকলিত ও প্রকাশিত ব্যক্তিকেন্দ্রিক রবীন্দ্র পত্রাভিধান-এর পাশাপাশি সমান্তরালভাবে কালানুক্রমিক রবীন্দ্রপর সমগ্র প্রকাশের উদ্যোগ।

নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের হদিশ ব্যক্তিকেন্দ্রিক সংকলনে স্পষ্ট হলেও, রবীন্দ্রজীবনের ক্রমবিকাশের ধারাবাহিক ইতিহাস পর্যালোচনার জন্য কালানুক্রমিক বিন্যাস জরুরি শুধু নয়, নির্দিষ্ট সময়কাল নিয়ে রবীন্দ্রগবেষণায় এই বিন্যাস অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ।

সৌজন্যের কারণে নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাব সেই ব্যক্তিকে লিখিত পত্রের মধ্যে অনেক সময়ে পাওয়া না গেলেও সেই সময়ে বা অন্য সময়ে লিখিত অপর কোনো চিঠিতে তার হদিশ পাওয়া যায়, যা থেকে ব্যক্তি রবীন্দ্রভাবনার পছন্দ-অপছন্দের বিষয় ও অভিমতগুলি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। প্রায় দশ বছর বয়সে বাবাকে লেখা চিঠি দিয়ে রবীন্দ্রপত্রধারার সূচনা এবং মৃত্যুর কয়েকদিন আগে প্রতিমাদেবীকে লেখা পত্রের মধ্যে সমাপ্তি। রবীন্দ্রজীবনের পথ চলায় নানা চড়াই-উতরাই-এর মধ্যে সহস্রাধিক ব্যক্তিকে লেখা দশসহস্রাধিক সন্ধান পাওয়া পত্রের কালানুক্রমিক বিন্যাসের পর্যালোচনায় ডায়েরির প্রায় সব উপাদানের হদিশ পাওয়া হয়ত সম্ভব হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রক্ত-মাংস, শিরা-উপশিরা দিয়ে গড়া সহজ-সরল-স্বাভাবিক মানুষের মতই রবীন্দ্রজীবনের প্রায় সকল অনুভব-অনুভূতির উল্লেখ আছে চিঠিপত্রে। আবার প্রতিভার স্পর্শে সাহিত্যের আঙ্গিকে সমাজ-দর্শন-বিজ্ঞান ভাবনায় পত্রের সাধারণ পরিসীমা থেকে উত্তরিত হয়ে রবীন্দ্রপত্র হয়ে উঠেছে বিশ্বমানের পত্র-সাহিত্য। রবীন্দ্রসৃষ্টি-সমীক্ষায় এই দুই রূপের স্পর্শ পেতেই কালানুক্রমিক রবীন্দ্রপর সমগ্র-এর পরিকল্পনা ও প্রযোজনা।

—বিজন ঘোষাল

রবীন্দ্রপত্রসমগ্র কালানুক্রমিক ১

সংকলন ও সম্পাদনা— বিজন ঘোষাল

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি