রূপের আড়ালে
পূর্ণেন্দুবিকাশ সরকার
রবীন্দ্রনাথের কবি-পরিচিতির সঙ্গে তাঁর সাংগীতিক সত্তার অবিচ্ছেদ্যতা এক নৈসর্গিক বিস্ময়। পরিবারটিও ছিল এমন, যেখানে আলো-বাতাসের সঙ্গে মিশে থাকত গান। সে পরিবারের উচ্চ-নীচ লঘু-গুরু সব সদস্যই যেন বিধাতার অলৌকিক আশীর্বাদে গান্ধবী শিল্পী হয়ে জন্মেছিলেন। তাই; 'কবে যে গান গাহিতে পারিতাম না তাহা মনে পড়ে না।'
'আমাদের পরিবারে শিশুকাল হইতে গানচর্চার মধ্যেই আমরা বাড়িয়া উঠিয়াছি। আমার পক্ষে তাহার একটা সুবিধা এই হইয়াছিল অতি সহজেই গান আমার সমস্ত প্রকৃতির মধ্যে প্রবেশ করছিল।' 'বাল্যকালে স্বভাবদোষে আমি যথারীতি গান শিখিনি বটে, কিন্তু ভাগ্যক্রমে গানের রসে আমার মন রসিয়ে উঠেছিল।'
বাঙালির স্বাভাবিক গীতমুগ্ধতা ও গীতমুখরতা কোনো বাধা না পেয়ে আমাদের ঘরে যেন উৎসবের মতো উৎসারিত হয়েছিল।'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.