সহস্র ধারা
জয়া মিত্র
এই যে আজ আমরা প্রত্যেকে গরম গরম বলে অতিষ্ঠ হয়ে উঠছি, কিংবা আর কিছুদিন পর একটু বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে দুশ্চিন্তায় পড়তে বাধ্য হব -- এর কারণ কী, সেটা আমরা তলিয়ে দেখিনা। প্রকৃতির এই খামখেয়ালীপনা দেখে মুখে হা - হুতাশ করতে আমরা অভ্যস্ত , কিন্তু আমরা একটুও অভ্যস্ত নই সচেতনভাবে জীবন যাপন করতে। অনেক পড়াশোনা করে অনেক টাকা মাইনের চাকরি পাবার পরও বাজার করার জন্য একটা ব্যাগ কিনতে আমরা প্রতিদিন ভুলে যাই, আর দরকারি জিনিসগুলো কেনার পর প্লাস্টিকের ব্যাগ নিয়ে মহানন্দে বাড়ি ফিরি। একইভাবে নির্দ্বিধায় গাছ কাটি, পুকুর ভরাট করি.. যা খুশি তাই-ই করি। অথচ ছোটবেলা থেকেই বই এ পড়ি পরিবেশ দূষণের কারণ, ফলাফল, প্রতিকার ... সব। পড়ি, মুখস্থ করি, পরীক্ষার খাতায় বমি করি, নম্বর পাই, চাকরি পাই -- এ ছাড়া জীবনে আর কোথাও কখনও প্রয়োগ করার দরকার বলে মনে করিনা।
একইভাবে সরকারপক্ষ সব বুঝেও সমানে মদত জুগিয়ে চলেছে পুঁজিপতিদের। তারা ইচ্ছেমত গাছ কাটবে, অট্টালিকা বানাবে, ব্যবসা করবে, মুনাফা লুটবে -- কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে, দেশের ভবিষ্যতের কথা ভেবে সরকার জনকল্যাণকর কোনো নীতি তৈরি করবে না, কারণ কোটিপতিদের দয়াদাক্ষিণ্যেই তো রাষ্ট্রশক্তির জৌলুস ও স্বার্থপূরণ।
পরিবেশকর্মী জয়া মিত্রের আলোচ্য গ্রন্থটিতে প্রবন্ধাকারে পরিবেশ সংক্রান্ত, বিশেষত জল সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সংকলিত হয়েছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক তথ্য ও বিভিন্ন সমস্যার নিবিড় পর্যালোচনা ।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শমীক বন্দ্যোপাধ্যায় আলোচ্য গ্রন্থের মুখবন্ধ লিখতে গিয়ে পরিবেশ সম্পর্কে চরম উদাসীন বর্তমান রাষ্ট্রশক্তির কথা স্মরণ করে অত্যন্ত বেদনার সঙ্গে বলেছেন ' এঁদেরই মতো এক উদ্ধত রাষ্ট্রনায়ক --- নেপোলিয়ন কি? বলেছিলেন " আমার পরে --- আসুক না মহাপ্লাবন, তাতে কী আসে যায় ? " ' ------ এই মুহুর্তের স্বার্থসুখকে আঁকড়ে ধরতে গিয়ে কী মর্মান্তিক পরিণতি হতে চলেছে তার আভাস আমরা এখনই পাচ্ছি, ভবিষ্যৎ যে আরও শোচনীয় হবে -- তা বলা বাহুল্য। মানুষকে সেই চরম পরিণতি থেকে বাঁচাতে, অন্তত তথাকথিত শিক্ষিত মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতেই আশাবাদী লেখিকার এই প্রয়াস, যা শুধু সমস্যার বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণই করেনি, রাষ্ট্রশক্তির উদাসীনতার খতিয়ানকে ঐতিহাসিক বিশ্বস্ততার সঙ্গেও তুলে ধরেছে ......
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি