সময় : বিজ্ঞান ও অনুভবে
হাসান তারেক চৌধুরী
সময়...
প্রকৃতির সবচেয়ে বড়ো রহস্যগুলোর একটি। প্রতিনিয়ত আমরা ছুটে চলেছি সময়ের মধ্যে। সময় আমাদের নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা কি জানি সময় আসলে কী?কীভাবে আমাদের মস্তিষ্ক সময়ের হিসেব রাখে? আইনস্টাইন বলেন, সময় আপেক্ষিক। সময়ের এই আপেক্ষিকতা আসলে কী? অতীত-বর্তমান-ভব্যিষ্যত পার্থক্য কোথায়? সময় কি চতুর্থমাত্রা? সময়ের এমন অসংখ্য প্রশ্ন ও তার উত্তর বিজ্ঞানের তথ্য আর জীবনবোধের সমন্বয়ে খুঁজেছেন লেখক।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি