সম্ভবামি যুগে যুগে
মালবিকা মিত্র
কলকাতার এক নামি হোটেল বেঙ্গল ইন্টারন্যাশনালে এক শ্রীলঙ্কান সাংবাদিক ললিত রত্নায়েকের ছুরিকাঘাতে মৃত্যু হয়। কিন্তু হোটেলের ঘর থেকে বাজেয়াপ্ত হওয়া জিনিসপত্র দেখে ললিতের সাংবাদিক পরিচয় নিয়ে সন্দেহ ঘনীভূত হয়। ললিত কে? গুপ্ত সংগঠন শাক্য সংঘের সঙ্গেই-বা ললিতের সম্পর্ক কী? শাক্য সংঘের কাজই-বা কী?
অন্যদিকে শহরে এক নবীন বৌদ্ধ সন্ন্যাসী আনন্দরূপের আবির্ভাব ঘটে। শিষ্যরা আনন্দরূপকে বুদ্ধের পুনর্জন্ম বলে দাবি করে। কিন্তু শাস্ত্রমতে মৈত্রেয় জন্মের এখনও আড়াই হাজার বছর দেরি। তাহলে? আনন্দরূপ দাবি করেন, তাঁর কাছে স্বয়ং বুদ্ধের নিদর্শন রয়েছে। কী সেই নিদর্শন? ললিতের মৃত্যু এবং আনন্দরূপের আগমন এই দুই ঘটনা কি নিছকই সমাপতন?
বৌদ্ধ সাহিত্যের এক বিস্মৃত সৃষ্টির নাম অদ্ভুতধম্ম। আন্তর্জাতিক চোরাচালানের বাজারে সে পুঁথির দামই-বা কেমন? আর সেই বুদ্ধের নিদর্শন? আড়াই হাজার বছর পরে তার দামই-বা গোপন অকশনে কেমন উঠবে? কী মিলবে তদন্তের শেষে?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.