সত্যি গোপাল মিথ্যে গোপাল
সুপ্রিয় সাহা
বটতলা থেকে তাঁর যাত্রা শুরু।
সেও প্রায় এক-শো পঁচাত্তর ছুঁই ছুঁই।
তবু নিত্যনতুন কেতায় তাঁর লং মার্চ।
গোলদিঘির আশপাশের বিপণিগুলিতে উঁকি দিলেই টের পাওয়া যায়, তিনি আছেন থাপনজুড়ে।
রসরাজ তিনি, অথচ তাঁকে ঘিরে প্রশ্ন, কূটতর্কের শেষ নেই।
তিনি বাস্তব, না সম্পূর্ণ কাল্পনিক?
এই নিয়েই লেখকের সন্ধিৎসায় জাগ্রত মূক মানুষের বাচাল কথক বাঙালির গোপাল ভাঁড়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.