‘আমার ছায়াটুকু গিলে খেয়েছে কেউ,
মুছে দিয়েছে কে বা নখ দিয়ে। হে ঘোর সবুজ,
তোমার কোলঘেঁষে ঘুমিয়ে পড়েছি
নওলকিশোরী।
নাম না জানা হল্ট,
নাম না দেওয়ারজেলা,
আমার আমি নাম রেখেছি ছয়ই জুন।
ছয়ই জুন আমার জন্মদাগ
ছয়ই জুন আমার মায়ের পেটের ভাই।
মনে হয়, যেন,
মনে পড়ে, যেন,
একদিন আমি অন্ধ হয়েছিলাম। একদিন, সবুজ অন্ধ করেছিল।'
সবুজ অন্ধ করেছে
অলোকপর্ণা
প্রচ্ছদ- চিরঞ্জিৎ সামন্ত
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি