যেখানে পাখিরা গাহে না গান
সৌম্যশঙ্কর বসু
মরিচঝাঁপি গণহত্যার দৃশ্য-আখ্যান (ভিস্যুয়াল নভেল)
'উনি ফিসফিস করে বললেন, ভোরবেলা যখন পৃথিবীর সবখানে পাখিরা গান গেয়ে ওঠে, মরিচঝাঁপিতে ওরা কখনও তা করে না। ওখানে না। কক্ষনও না।' ১৯৭৯ সালে মরিচঝাঁপিতে নিম্ন বর্ণের উদ্বাস্তুদের জোর করে উৎখাতের কারণে প্রাণ হারান দু-হাজারেরও বেশি মানুষ। ছিন্নমূল পরিবারের সন্তান সৌম্যশঙ্কর মরিচঝাঁপির সেই কালো ইতিহাসের পাতা উলটে উদ্ধার করে এনেছেন ওই ঘটনার উত্তরজীবীদের বয়ান এবং গণহত্যার সন্ত্রাস-দৃশ্য। ২০২০ সালে প্রকাশিত হয় 'হোয়ার দ্য বার্ডস নেভার সিং'। পৃথিবীর বিভিন্ন প্রান্তের রাজনীতি- সচেতন পাঠক-সমাদৃত সেই বইটিরই বাংলা তর্জমা 'যেখানে পাখিরা গাহে না গান'। একাধারে আশৈশব ছিন্নমূল মানুষের স্মৃতির অভিঘাতে বড় হয়ে ওঠা সৌম্য এই দৃশ্য-আখ্যানে কথা বলেছেন মরিচঝাঁপি গণহত্যার সমষ্টিগত স্মৃতির সঙ্গে, অন্যদিকে পাশে রেখেছেন গবেষক-সাংবাদিকের নিবন্ধ এবং শাসকের বয়ান ও চিঠি। এই রাজনৈতিক শিল্প-ইস্তেহার এমন এক দৃশ্য-আখ্যান, যা দেখায় সমস্ত ক্ষমতাস্তম্ভই কোনও না কোনওভাবে ছিন্নমূল মানুষের গণহত্যার জন্য দায়ী।
এই দৃশ্য-আখ্যান গোটা পৃথিবীর উদ্বাস্তু জনপদগুলির সঙ্গে কথা বলে চলে, কেননা মরিচঝাঁপির মতো সেইসব জনপদেও 'নিস্তব্ধতা বিরাজ করে মৃতদেহের মতো'।
'যেখানে পাখিরা গাহে না গান' মরিচঝাঁপি গণহত্যার দৃশ্য আখ্যান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.