শ্মশান-চাঁদের আলো
প্রিয়াঙ্কা চ্যাটার্জী
প্রচ্ছদশিল্পী : নচিকেতা মাহাত
তখনও শহরের ছায়া গ্রাম ছুঁয়ে দেখেনি। কাজের তাড়া, ব্যস্ততার কোলাহল—সবই ছিল দূরের কোনো গল্প। পথঘাট নীরব, লোকজন হাতে গোনা। মোবাইল ছিল না। তখন, বিদ্যুতের আলোও এসে পৌঁছায়নি সেখানে। কিছু বিশ্বাস, অল্প ভরসা, গভীর ভক্তি আর নিঃশর্ত ভালোবাসা নিয়েই তারা দিন কাটাত। সন্ধ্যা যেন অকারণেই তাড়াতাড়ি নেমে আসত—, আকাশের গায়ে গাঢ় নীলের ছোঁয়া, মাটির বুকে নেমে আসা অচেনা নীরবতা। টিমটিমে হ্যারিকেনের হলদেটে আলোয় গাছের ছায়া হয়ে উঠত দীর্ঘ ও রহস্যময়, আর সেই ছায়ার ভাষা বুঝতে না পেরে মানুষের বুকের ভিতর বাসা বাঁধত ভয়।
জ্যোৎস্নার আলো তখন ছিল বড়ই ম্রিয়মান— , মায়াময়, অথচ কেমন যেন কুয়াশাঘেরা।
এই গল্পগুলো সেই সময়ের—
যখন রাত ছিল গভীর, নীরব আর কল্পনামাখা, যখন অন্ধকারের ভেতরেই জন্ম নিত ভয়, বিস্ময় আর গল্পের দীর্ঘশ্বাস।
একলব্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে লেখিকা প্রিয়াঙ্কা চ্যাটার্জীর গ্রামবাংলার ভূতের গল্পসংকলন "শ্মশানচাঁদের আলো"।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি