শিষ্টাচারের নিয়ম লঙ্ঘন
গ্রিগোরি ওস্তের
মূল রুশী থেকে অনুবাদ- স্মিতা সেনগুপ্ত
মূল্য -২০০/-
আমরা বড় হয়েছি রুশ সাহিত্য পড়ে। একদম ছোটবেলায় ঠাকুমার ঝুলি, দাদামশায়ের থলের পাশাপাশি পড়েছি রুশদেশের উপকথা। তারপর ভালো কাগজে ছাপানো সুন্দর সুন্দর রঙীন ছবি সমেত আরো অনেক রুশী বই পড়েছি বাংলায়, যেগুলো এখন অনলাইনে হয়তো বা পাওয়া যায় কিন্তু ছোটবেলা ওই চমৎকার বইগুলোর পাতা ওল্টানোর আনন্দ ছিল অন্যরকম – কি যে ভালো লাগতো তা বলার নয় – কিছুটা হলেও সেই স্বাদ ভবিষ্যত প্রজন্মকে দেওয়ার জন্যই এই বইটা প্রকাশের উদ্যোগ।
সময় পাল্টেছে আর আজকালকার বাচ্চাদের কাছে ওইসব রূপকথা, গল্প যেগুলো পড়ে আমরা আনন্দ পেয়েছি তা নতুন করে বাচ্চা ও তাদের বাবা- মাকেও ফিরিয়ে দিতে এই মজার বই।
আজকালকার বাচ্চাদের ঠিক পথে চালনা করা মা বাবার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চিরকালই বাচ্চাদের যা বলা হয় তারা তার উল্টোটা করতে ভালবাসে। তাই এই বইয়ের পাতায় পাতায় লেখক গ্রিগোরি ওস্তের নিয়ম ভাঙার কথা বলেছেন যাতে নিয়ম মেনে চলার ইচ্ছে জাগে।
গ্রিগোরি বেন্তসিওনোভিচ ওস্তের (জন্ম ২৭ শে নভেম্বর, ১৯৪৭, ওডেসায়) রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রীয় পুরস্কার বিজয়ী চিত্রনাট্যকার, নাট্যকার, টিভি উপস্থাপক; রাশিয়ান ফেডারেশনের একজন নামকরা লেখক। তিনি বাচ্চাদের জন্য অনেক গল্প, অ্যানিমেটেড এবং ফিচার ফিল্মের স্ক্রিপ্ট লিখেছেন। বেশ কয়েক প্রজন্ম রুশী তার লেখা পড়ে বড় হয়েছে। সমালোচকদের মতে, গ্রিগোরি ওস্তেরকে তার লেখার স্টাইল দিয়ে অন্যদের থেকে আলাদা করা যায়। ওনার বই বেছে নেওয়া হয়েছে, কারণ উনি অবাক করতে, হাসাতে যেমন পারেন তেমনি পারেন বাচ্চাদের কল্পনা এবং চিন্তা শক্তি বাড়াতে। তিনি জানেন কিভাবে সহজে এবং হাসতে হাসতে বাচ্চাদের গুরুগম্ভীর বিষয় ব্যাখ্যা করতে হয়। তাঁর লেখা শুধু যে মজাদার তাই নয়, এমনকি সবচেয়ে চঞ্চল বাচ্চাকেও অনেকক্ষণ বই পড়ায় ব্যস্ত রাখতে পারে।
প্রত্যেকেই আমরা ছোটো থেকে বড় হই - বয়সে, চেহারায়, বুদ্ধিতে তবে, আমাদের মধ্যে অনেকসময়ই ছোটবেলার কিছু অভ্যাস রয়ে যায় সারাজীবন। আমরা প্রাপ্তবয়স্করা কখনও কখনও ছোট বাচ্চাদের চেয়েও খারাপ আচরণ করি। আমার মনে হয় বইটা বাচ্চাদের জন্য লেখা হলেও বাচ্চাদের মা, বাবা, পরিবারের অন্য সদস্যরাও পড়তে পারেন নিছক হাসার আর প্রয়োজনে আত্মসমালোচনার জন্য। আগেই বলে রাখছি যে, ক্ষেত্রবিশেষে "ব্ল্যাক হিউমার"মনে হতে পারে কিন্তু একটু তলিয়ে ভাবলেই অনুভব করা কঠিন হয় না যে, আপাত নিষ্ঠুর উপদেশের পেছনে রয়েছে ভদ্র সভ্য মানুষ গড়ার মহত উপদেশ।
এই বইয়ের বাড়তি পাওনা পুরো বইটায় ছবিতে ভরপুর।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি