শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত
কৃষ্ণদাস বিরচিত
সম্পাদনা : সুকুমার সেন, তারাপদ মুখোপাধ্যায়
পৃষ্ঠা সংখ্যা : 620
ধারাবাহিক ইতিহাসের দিক থেকে কৃষ্ণদাস বিরচিত 'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত' বাংলা ভাষায় যথার্থই অসামান্য এক গ্রন্থ। এমন বিচারবুদ্ধি ও স্বাধীন চিন্তা-প্রসূত গ্রন্থ এর আগে ভারতীয় ভাষায় প্রকাশিত হয়নি।
শ্রীচৈতন্যদেবের জীবনীরূপে বইটি বাংলা ও সংস্কৃত ভাষায় রচিত তাবৎ গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ তো বটেই, উপরন্তু গৌড়ীয় বৈষ্ণব ভাবনার বিশ্লেষণে ও সংগঠনেও এ-বই দ্বিতীয়রহিত। তাই শুধু চরিতকথা হিসেবেই নয়, চৈতন্যধর্মের বিশ্লেষণী ও ব্যাখ্যা-গ্রন্থরূপেও এ-গ্রন্থের চিরকালীন সমাদর।
'শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত' প্রথম ছাপা হয় ১৮২৭খ্রিস্টাব্দে। পরবর্তী প্রায় প্রতিটি সংস্করণই যদিও অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা সম্পাদিত। তবু দু'-চারটি মারাত্মক ভুল দীর্ঘকাল যাবৎ চলে আসছিল। এই আনন্দ-সংস্করণে, কিছু নব-আবিষ্কৃত পুথির সহায়তা নিয়ে সেইসব ভুল যথাসম্ভব সংশোধিত করে দিয়েছেন দুই প্রাজ্ঞ সম্পাদক। সরল ভাষায় যোগ করেছেন
শোকাননাদ নিকাটিপ্পনী ও শব্দার্থ। কষ্ণদাস সম্পর্কেও জানিয়েছেন কিছু নতুন তথ্য। সর্বস্তরের পাঠকের উপযোগী এই আনন্দ-সংস্করণ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি