শ্রুতিতে সুচিত্রা : কাহিনী-সুচিত্রা ভট্টাচার্য
নাট্যরূপ - চকিতা চট্টোপাধ্যায়
"সুচিত্রা ভট্টাচার্য্যের প্রয়াণের অল্প কিছুদিন আগেই আমার সৌভাগ্য হয়েছিল বেসরকারী এফ.এম. রেডিওতে তাঁর একাধিক গল্পের নাট্যরূপ দেবার এবং অভিনয় করবার। তিনি নিজে আমার দেওয়া নাট্যরূপ অনুমোদন করেছিলেন এবং সম্প্রচার শুনে প্রশংসাও করেছিলেন- যা আমার জীবনের এক পরম প্রাপ্তি। 'বর্ণ-বিবর্ণ', 'হিসেব মেলেনা', 'কালো সুখ', 'লুকোচুরি', 'তুলির দুপুর' এবং 'মানুষ যেমন' গল্পগুলির নাটকীয়তাই আমাকে এগুলির নাট্যরূপ দিতে আকৃষ্ট করেছিল। মানুষের বিচিত্র মনস্তত্ত্বের খণ্ডচিত্র ধরা আছে এই নাটকগুলিতে।"---চকিতা চট্টোপাধ্যায়
-----------
"ইন্দ্রজিৎ ।। সত্যি রুমাবৌদি আমার এই ব্যাচেলার জীবনে আপনারা না থাকলে যে কী হত এতদিনে! মাঝে মাঝেই নেমন্তন্ন করে এমন এলাহি ভুরিভোজ, তারপর এটা ওটা রান্না করে পাঠানো।
রুমা ॥ ও যা মাইনে পায় তাতে কিন্তু রোজ রোজ গল্দা চিংড়ি, চিতল মাছের পেটি কিংবা মাটন কোনোটাই হবার নয় ইন্দ্রজিৎ।
ইন্দ্রজিৎ ॥ (থমকে) অ্যাঁ!
রুমা ॥ তুমি বলছিলে না প্রলোভন হ্যাঁ, এই প্রলোভনকে তো সবাই জয় করতে পারে না, কেউ কেউ আবার জয় করতে চায়ও না। তোমার অরিন্দমদা এই শেষের দলে পড়েন ইন্দ্রজিৎ!
ইন্দ্রজিৎ ।। রুমাবৌদি!
রুমা ॥ আমার শাশুড়ী আদর্শবান স্কুল মাষ্টারের স্ত্রী, তাই ওঁর কাছ থেকে সব সময় আমাকে আড়াল করে রাখতে হয়, আসল সত্যিটাকে।
ইন্দ্রজিৎ ।। রুমাবৌদি।
রুমা ॥ (স্নান হেসে) আমি তো নির্বোধ নই ইন্দ্রজিৎ। আমি সবই বুঝি। কিন্তু কী করব বল? আমার ছেলেটা যে এখনো মানুষ হয়নি। তাই প্রতিবাদ করতে পারি না নইলে কবেই!
ইন্দ্রজিৎ ।। রুমাবৌদি!
রুমা॥ রনিরও না জানো খুব ইচ্ছে ওর ঠাকুর্দার মতো স্কুল। টিচার হবে......"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.