শ্রেষ্ঠ প্রবন্ধ
গোপাল হালদার
সম্পাদনা ও ভূমিকা : সুমিতা চক্রবর্তী
প্রচ্ছদ পরিকল্পনা : সুজন বেরা
প্রচ্ছদ লিপি : প্রণবেশ মাইতি
প্রকাশকের নিবেদন----
গত শতাব্দীতে বাংলা ভাষা ও সাহিত্যের জগতে সৃষ্টি-কর্মের মধ্যে দিয়ে বাঙালি মনন সাধনাকে যাঁরা সমৃদ্ধ করে গেছেন শ্রদ্ধেয় গোপাল হালদার মহাশয় তাঁদের অন্যতম। তাঁর লিখন-পরিসর সুবিস্তৃত। উপন্যাস ও ছোটোগল্পের সঙ্গেই তিনি ভাষাতত্ত্ব, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে গবেষণাগ্রন্থ প্রণয়ন করেছেন। বিভিন্ন সময়ে কিছু বিচ্ছিন্ন প্রবন্ধও তিনি লিখেছিলেন। 'নবার্ক' প্রকাশনা-সংস্থা থেকে ১৯৮৫-র ডিসেম্বর-এ 'শ্রেষ্ঠ প্রবন্ধ' নামে তাঁর একটি প্রবন্ধ-সংকলন প্রকাশিত হয়েছিল। সে-গ্রন্থ বহুদিন নিঃশেষিত এবং বর্তমানে দুষ্প্রাপ্য। 'নবার্ক' প্রকাশনা সংস্থাও আর নেই।
পাঠকেরা মাঝে মাঝেই গোপাল হালদারের প্রবন্ধের সন্ধান করেন। সে জন্য আমরা 'শ্রেষ্ঠ প্রবন্ধ' নামে গোপাল হালদারের নতুন একটি প্রবন্ধ-সংকলন প্রকাশ করতে সচেষ্ট হলাম। তাঁর গ্রন্থস্বত্বের অধিকারী শ্রীমতী সুমিতা চক্রবর্তী এই গ্রন্থ প্রকাশের অনুমতি দিয়েছেন। প্রবন্ধ নির্বাচনেও তাঁর সহায়তা পেয়েছি। এই গ্রন্থের ভূমিকাও লিখে দিয়েছেন তিনি, তাঁকে কৃতজ্ঞতা জানাই।
লেখকের প্রবন্ধগুলিতে পূর্বে প্রকাশিত মূল বইয়ের বানানবিধি অনুসৃত হয়েছে। পাঠকদের হাতে এই প্রতীক্ষিত গ্রন্থটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত।...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.