শ্রেষ্ঠ গল্প-রমানাথ রায়
প্রচ্ছদ : প্রণবেশ মাইতি
তিনতলার ঘর---
তিনতলা বাড়ি। একতলায় তিনখানা ঘর। একটা রান্না ঘর। একটা বসার ঘর। আর একটা শোবার ঘর। শোবার ঘরে আমার বুড়ি থাকে, নাতি-নাতনি থাকে। দোতলায়ও তিনখানা ঘর। একটা ঘরে বড় ছেলে থাকে, বড় বউ থাকে। আর একটা ঘরে ছোট ছেলে থাকে, ছোট বউ থাকে। বাকি ঘরটায় আমার মেয়ে থাকে। কিন্তু তিনতলায় মাত্র একখানা ঘর। সে ঘরে আমি একা থাকি।
সব সময় একা থাকতে ভাল লাগে না। বুড়ির সঙ্গে এক একদিন কথা বলতে ইচ্ছে করে। সকালে নাতনি চা নিয়ে আসে। তার হাত থেকে চা নিয়ে একটা চুমুক দিই। তারপর তাকে জিজ্ঞেস করি: তোর ঠাকমা কি করছে?
-চা খাচ্ছে।
-চা খাওয়া হলে পাঠিয়ে দিস।
-আচ্ছা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি