সুচিত্রা সেন

(0 পর্যালোচনা)

লিখেছেন/সম্পাদনা করেছেন:
সুমন গুপ্ত
প্রকাশক:
দীপ প্রকাশন

দাম:
₹450.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
দীপ প্রকাশন
১৪ বি বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট, কলকাতা - ৭৩
(0 ক্রেতার পর্যালোচনা)

সুচিত্রা সেন 

সুমন গুপ্ত 

তখন আমি দিদি মানে মুনমুন সেনের সেক্রেটারি হিসেবে কাজ করতাম। দিদি থাকতেন হ্যারিংটন ম্যানসনে। সেখানে সন্ধে নাগাদ যেতেই দিদি বললেন, চল সুমিত এক জায়গায় যাব। গাড়ি করে এসে নামলাম একটা বিরাট দোতলা বাড়ির সামনে। বাড়ির সামনে বিশাল বাগান। বুড়ি (রিয়া) আর ডলু (রাইমা) বাগানের লনে তুবড়ি জ্বালাচ্ছে। ওরা তখন একদম ছোট।

হঠাৎ দোতলার বারান্দায় এক ভদ্রমহিলাকে দেখলাম। দাঁড়িয়ে আছেন লাল পাড়ের সাদা শাড়ি পরে, চুল ব্যাকব্রাশ করা। উনি বাজি পোড়ানো দেখছিলেন। মুনমুন একটু জোরেই বলল, মা যে ছেলেটি আমার সঙ্গে কাজ করে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্যে নিয়ে এলাম। দেখলাম সেই অপূর্ব সুন্দরী মহিলা একটু হাসলেন। এই আমার প্রথম মহানায়িকা সুচিত্রা সেনকে সামনাসামনি দেখা। দিদিকে বললাম, আপনার মাকে একটু প্রণাম করতে পারি? দিদি বললেন, হ্যাঁ যা গিয়ে প্রণাম করে আয়।

আমি দোতলায় উঠে গিয়ে প্রণাম করলাম। উনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, মুনমুনের মুখে তোমার নাম শুনেছি। ভালো করে কাজ করো। আচ্ছা তোমার মা এখন কেমন আছেন? একথা শুনে আমি হতবাক। ইতিমধ্যে উনি খবরও নিয়ে রেখেছেন আমার মায়ের পায়ে একটু অসুবিধা আছে। সার্জারির দরকার হতে পারে। বললাম, মা এখন একটু ভালো আছেন। 

সুমিত পাল (মুনমুন সেনের প্রাক্তন সেক্রেটারি)

কিংবদন্তি মহানায়িকার আশ্চর্য জীবনকথা নিয়ে কলম ধরেছেন বর্ষীয়ান সাংবাদিক, গবেষক সুমন গুপ্ত।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.