আমি বিপ্লব
পরিবেশনায় : সুমন গুপ্ত
সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ। ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতেও তাঁর ওপর আস্থা রেখেছিলেন সত্যজিৎ। শম্ভু মিত্রের কাছে অভিনয়ের হাতেখড়ি বিপ্লবের। মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, শক্তি সামন্তের মতো বরেণ্য পরিচালকের ছবিতে সুনামের সঙ্গে কাজ করেছেন। সিনেমা, থিয়েটার, যাত্রা, রেডিও নাটকে বিপ্লবের অবাধ বিচরণ। গানের ক্যাসেটও করেছেন। পাশাপাশি কয়েকটি বাংলা ও ইংরেজি ছবিও যোগ্যতার সঙ্গে পরিচালনা করেছেন। নানা টানাপোড়েনে ভরা বিপ্লবের রাজনৈতিক জীবনও কম আকর্ষণীয় নয়।
কখনও সুখস্মৃতি, কখনও গভীর দুঃখবোধ আবার কখনও চাপা অভিমান ঝরে পড়েছে সু-বৃহৎ এই বইয়ের পাতায় পাতায়। বিপ্লব তাঁর বর্ণময় অভিনয় জীবন ও রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে সত্যকে গোপন করেননি একবারও। অকপট, আন্তরিক ও বিস্ফোরক বিপ্লব তাঁর আত্মকথন শুনিয়েছেন অটুট আত্মবিশ্বাসকে সঙ্গী করেই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.