সূর্যস্নান
অতনু বন্দ্যোপাধ্যায়
গ্রন্থ পরিচিতি :
উত্তরপ্রদেশে রাজনীতির দুর্বৃত্তায়নকে পুঁজি করে আধুনিক ভারতের ইতিহাসে অন্যতম নৃশংস ও চরম ধূর্ত এক গ্যাংস্টারের উত্থান হয়েছিল নব্বইয়ের দশকে। তার দৌরাত্ম্যে তামাম নর্থ ইন্ডিয়ায় ত্রাহি রব ওঠে। মূলত ওকে কব্জা করতেই গড়া হয় উত্তরপ্রদেশ পুলিশের বহুচর্চিত স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ), যার নামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে একটা শব্দ— এনকাউন্টার। মানে, খল্লাস। দুর্ধর্ষ দুশমনকে বাগে আনতে জানকবুল ফোর্সের অসমসাহসী লড়াই ভারতবর্ষের পুলিশি ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে তার এক শ্বাসরোধী দলিল এই বই। ঊর্দির আড়ালে লুকিয়ে থাকা দরদী মুখের উদ্ভাসে বিহ্বল করার আখ্যানও এই বই।
লেখক পরিচিতি :
লেখকের বেড়ে ওঠা ধানবাদ-আসানসোলের খনি তল্লাটে। দামাল শৈশব, কৈশোর, তরুণবেলা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সেরেই সেই যে সাংবাদিকতার পেশায় প্রবেশ, প্রায় সাড়ে তিন দশক পার করে এখনও সেখানে নিয়োজিত। কাজের বাইরে লেখালিখি শুরু পঞ্চাশ উতরে, নিছক খেয়ালের বশে। মূলত কোলবেল্টের মাফিয়া জগৎকে উপজীব্য করে আঁধার দুনিয়ার রোমহর্ষক বাস্তব আখ্যান, আলো-আঁধারি হরেক চরিত্রকে তুলে আনা রচনাগুলি ইতিমধ্যে নজর কেড়েছে, যেমন সমাদৃত হয়েছে সংবাদপত্রের শিরোনাম দখল করা বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার বিবরণ, সাংবাদিকের বিশ্লেষণী দৃষ্টিতে সম্পৃক্ত করা। আড্ডা মারা, বই পড়ার বাইরে প্যাশন বলতে ভ্রমণ, ফুটবল, গণিতচর্চা ও পুরনো ফিল্মি গানা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি