সেই প্রেম নশ্বর
অন্তরা ব্যানার্জী
নশ্বর মানুষের বড় লোভ, সে কিছুতেই মানতে চায় না, তার প্রেমও নশ্বর বই নয়, মানুষের যেমন বেঁচে থাকতে গেলে সাবধানে চলাফেরা করতে হয়, চোট আঘাত থেকে বাঁচতে হয়, জল, খাবার, ওষুধ খেতে হয়, সময় মতো, মাঝে মধ্যে আনন্দ উৎসব করতে হয়, প্রেমেরও তেমন, তাকে বাঁচিয়ে রাখতে গেলে রসদ লাগে, নচেৎ তারও মৃত্যু হয়। প্রেমকে অবিনশ্বর বানিয়ে রাখতে সে কী পাগলামিই না করে। যত দূরূহ তাকে আর দুইদিন বাঁচিয়ে রাখা, তত দুরূহ তার সে প্রচেষ্টা। প্রেমিক ও লজিক এক মস্তিষ্কে এক সাথে বাস করতে পারে না বলেই হয়তো, অথবা কে জানে। প্রেম ও প্রেমিকের মধ্যে একটিকে বাঁচিয়ে রাখতে হলে, কাকে বেছে নিতে হয় তাই বা কে জানে? কার সান্নিধ্যে সুখ বেশী, যে আমায় ভালোবাসে না যাকে আমি ভালোবাসি? কোনও একদিন অবিনশ্বর সেই প্রেম আসবে জীবনে, সেই অনিশ্চিতের অপেক্ষায় নিশ্চিত সুখকে ফিরিয়ে দেওয়া কি আদৌ লজিক্যাল? প্রেমের অথবা পাগলামির অনেক দলীলের একটি শবরী ও তার প্রেমিকদের এই নশ্বর উপাখ্যান।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি