তখন কুয়াশা
সৌমিত্র বিশ্বাস
পুরুলিয়ার ছোট্টো রাজ্য মহুলকোট। সেখানকার যুবরাজ একদিন সকালে বাগানে ঘুরছিলেন। হঠাৎই অলক্ষ্য থেকে তির ছুড়ে তাঁকে কেউ হত্যা করে। কিন্তু কেন? এতে কে লাভবান হবে? তাঁর ভাইদের অনেকেরই দৃষ্টি ছিল সিংহাসনের দিকে। তাদেরই কেউ কী এর সঙ্গে জড়িত নাকি এটা নিছক দুর্ঘটনা? তঁার ছেলে মনিশঙ্কর যুবরাজ হিসেবে অভিসিক্ত হল। কিন্তু তার পরদিন থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। তাহলে সিংহাসন শেষ অবধি কে পাবে?
এদিকে ওখান থেকে দূরে অযোধ্যা পাহাড়ে নাকি পূর্ণিমার রাতে এখনও পরি নামে। কেউ দৈবাৎ সেখানে গিয়ে পড়লে বিপদ। কলকাতা থেকে পঁাচ বন্ধু অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব দেখতে গিয়েছে। সেখানে সন্ধেবেলা ঘুরতে ঘুরতে তারা জঙ্গলের মধ্যে পথ হারায়। শেষ অবধি
তারা সকলেই কি ফিরে আসতে পেরেছিল?
আর এসব থেকে অনেক দূরে কাকদ্বীপের এক আশ্রম থেকে এক দিন এক রহস্যময় আমন্ত্রণপত্র এসে পৌঁছোয় লেখকের কাছে। সেই আমন্ত্রণপত্র ধরে তিনি বেরিয়ে পড়েন এক আশ্রমের খোঁজে। তারপরে কী ঘটে?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি