তোমার ঝর্ণাকলম
সুজল সাহা
গোল্লায় যাবার বয়স শিকল ভাঙার প্রবণতা উধাও এখন। গোলমেলে সমঝোতার চূড়ান্ত নিয়ে মানহারা আমি কোথায় দাঁড়াই। হাওয়াগাড়ির পাল্টিবাজি নশ্বর তোমাকে মানায়। অভিযোগহীন বারদরিয়ায় নিস্তরঙ্গ জলের আল্পনা দেওয়া তুষিত রোদ্দুর পিলে চমকানো।
গোল্লায় যাবার বয়স ফিরবে না জানি, কৌলিনাবর্জিত তোমার শাখায় শাখায় বাবুই পাখির কারুকাজ দেখি। নরম মাটির তাল দিয়ে গড়া জলজ কন্যার হাতে নির্ঝর বুনতে বুনতে আকাশি পুলওভার খোঁজে মীমাংসা সূত্র কিছুই জুটবে না হয়ত, তথাপি অপত্যয়েহ বড় দুর্নিবার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি