তুষার
সম্পাদনা : অর্ক দেব
বাংলা কবিতার আত্মঘাতী রাজপুত্র তুষার রায়। ভারবী প্রকাশিত তাঁর কাব্যসংগ্রহ বাজারে পাওয়া গেলেও তাঁর লেখা অসংখ্য ছোটগল্প, কবিতা, উপন্যাস, নিবন্ধ হারিয়েই গেছিল। বহু পাঠক জানতেনই না যে তুষার রায় ব্যান্ডমাস্টার বা মরুভূমির আকাশে তারা-র মতো কাব্যগ্রন্থের কীর্তিনাশা কারিগর, তিনি নাভিশ্বাস থ্রিলারও লিখেছেন। ছোটগল্প লিখেছেন৷ উপন্যাস লিখেছেন। লিখেছেন অসংখ্য নিবন্ধ, মুক্তগদ্য। ২০১৬ সালে জলের অতল থেকে এক নতুন তুষারকে তুলে আনেন অর্ক দেব। নিষাদ প্রকাশিত সেই বইটি সাড়া ফেলে দিয়েছিল। বইটিতে শুধু নতুন লেখা জুড়ে দেওয়া হয়নি, প্রতিটি লেখার সঙ্গে অনিবার্য ভাবে এসেছে প্রকাশ সংক্রান্ত গবেষণামূলক তথ্য, কবির জীবনপঞ্জি, তাঁর আত্মীয়বন্ধুর করা স্মৃতিচারণ। কবি রাহুল পুরকায়স্থ বইটির দীর্ঘ সমালোচনা লেখেন এই সময় পত্রিকায়। ২০১৯ সাল থেকে বইটি আর পাওয়া যেত না। গত বইমেলায় আমরা নতুন করে প্রকাশ করি তুষার। শুধু প্রচ্ছদই বদলায়নি। সম্পাদক অর্ক দেব আরও নিখোঁজ লেখার খোঁজ পেয়েছেন ততদিনে। তার মধ্যে রয়েছে স্মৃতিলেখ্য, কিশোরগল্প, প্রবন্ধ। সেইসব জুড়েই নতুন করে তৈরি হয় তুষার। পাঠক দু’হাত তুলে কুর্ণিশ জানিয়েছেন আমাদের প্রচেষ্টাকে। পাঠক খুঁজে নিক তাঁর প্রিয় হারিয়ে যাওয়া কবিকে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.