লস অ্যাঞ্জেলস শহরে চাকরি পেয়ে কমল পৌঁছে গেল। অফিসে বাঙালি কলিগ দেখে স্বস্তি। শিবকুমার ও দিশার সঙ্গে আলাপ, ঘনিষ্ঠতা হল। বদলি ঠেকাতে লাস ভেগাস গিয়ে কমল দিশাকে ‘মিথ্যে বিয়ে’ করেও ফেলল।
এদিকে দেশে কমলের বাবা পাত্রী ঠিক করে ফেলেছেন। জানাজানি, ভুল বোঝাবুঝি—মেয়েটি আত্মহত্যা করতে যায়! ওদিকে আবার দিশাকে পছন্দ করতে এন.আর.আই পাত্র এসে হাজির অ্যাঞ্জেলসে। দিশা চায় না, তার ডাকে কমল চলে আসে ফ্ল্যাটে। হবু বর বিদায় নেয়।… এরপর?…
কমল এবার কোম্পানির ভারতীয় শাখায় জয়েন করবে। ওকে ফিরতে হবে। তার আগে ওরা কি ভেগাস গিয়ে মিথ্যে বিয়ে ভেঙে আসবে?… কমলের জন্য পছন্দ করা আগের মেয়েটি এখনও অবিবাহিতা। সে কি এর পরেও কমলকে গ্রহণ করবে?…
জেট-সেট তরুণ-তরুণী জীবনের উষ্ণতা, মেকি সম্পর্ক এবং নিদারুণ টানাপোড়েনের উপন্যাস ‘উজাড়’। কমল কি শেষে খুলতে পারল হৃদয়, নাকি উজাড় করে দিল নিজেকে?