উনিশ শতকের কেরানিকথা : সটীক কেরাণী-দর্পণ ও কেরাণী পুরাণ
সুমিত চক্রবর্তী
উনিশ শতকের দ্বিতীয়ার্ধের দুটি রচনা কেরাণী-দর্পণ ও কেরাণী পুরাণ। ঔপনিবেশিক প্রশাসনের অবিচ্ছেদ্য অঙ্গ কেরানির তদানীন্তন সামাজিক অবস্থান, দৈনন্দিন যাপন, ব্যক্তিগত, পারিবারিক ও কর্মজীবনের নানা মুহূর্তের সুচারু ছবি তুলে ধরে রচনাদুটি। নিবিড় পাঠ ও টীকা রচনার সূত্রে উঠে আসে আরও জটিল কিছু প্রসঙ্গ। বর্তমান সটীক সংস্করণের আলোচনা শুরু হয়েছে কোম্পানি আমল তথা ব্রিটিশ শাসনকালের কেরানির সঙ্গে তাঁর দেশীয় পূর্বজদের মিল-অমিলের প্রসঙ্গ ছুঁয়ে। একে একে আলোচিত হয়েছে তাঁর কাজের ধরন ও চরিত্রের বিবর্তন, বাঙালি ভদ্রলোক শ্রেণির সাপেক্ষে কলকাতার কেরানির সামাজিক অবস্থান, কেরানির স্বাস্থ্য, বেতন, চাকরিজীবনের ওঠাপড়ার পাশাপাশি ঔপনিবেশিক আমলের বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনগুলির সমান্তরালে তাঁর ঐতিহাসিক ভূমিকার নানা দিক। উনিশ শতকের কলকাতায় অফিসে, বাড়িতে, রাস্তায় বাঙালি কেরানির দৈনিক জীবনের নানা মুহূর্তের সূত্রে ঔপনিবেশিক আধুনিকতার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক চিহ্নিত করে এই বই। মূল রচনা, বিশদ টীকা ও ভূমিকা সংবলিত এই সটীক সংস্করণ উনিশ শতকের কেরানি চরিত্র নিয়ে বিস্তারিত আলোচনার অভাব অনেকটাই পূরণ করবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি