উপন্যাস সমগ্র খন্ড-১
অভীক দত্ত
'অন্তবিহীন' অভীকের দ্বিতীয় প্রকাশিত উপন্যাস। 'আজ শ্রাবণের আমন্ত্রণে' এবং 'খেলা যখন ছিল' লিখতে শুরু করে অভীক দীর্ঘ সময় সে উপন্যাস দুটি লেখা বন্ধ করে 'অন্তবিহীন' লেখা শুরু করেছিলেন। অভীকের লেখালেখি ভীষণই আনপ্রেডিক্টেবল। বহু উপন্যাস মাঝপথে লিখে বন্ধ করে বহুদিন পরে শেষ করেছেন অভীক। 'অন্তবিহীন', 'নীল কাগজের ফুল' এবং 'শেষের পরে' অবশ্য সেই পদ্ধতিতে রচিত হয়নি। এই তিনটি উপন্যাসই অভীক একটানা লিখে শেষ করেছেন। উল্টোদিকে 'অসময়ের বৃত্তান্ত' উপন্যাসটি শেষ হতে সময় লেগেছে। অভীকের কথানুযায়ী, আগে ভাগে ভেবে তিনি কোন লেখা শুরু করেন না। লিখতে লিখতেই সে উপন্যাসের গতিপ্রকৃতি ঠিক হয়।
তার নিজের অত্যন্ত প্রিয় চারটি উপন্যাস স্থান পেল অভীকের প্রথম উপন্যাস সমগ্রে। আশা করা যায়, এই বইটি পাঠকের ভালো লাগবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.