আদিম কলকাতার ভুতড়ে বাড়ি
বারিদ বরণ ঘোষ
ভূতেরা একসময় কলকাতার জমিদারি করতেন। বিশেষ করে ইংরেজদের আমলে। দেশি-বিদেশী ভূতে জমজমাট শহর কলকাতার বড় বড় বাড়িতে এমনকি মামলার ভয় থাকলেও হাইকোর্টে পর্যন্ত তাঁদের বাসা ছিল। গান শুনতে ভূতে ভালবাসে কিনা বলতে পারি না, কিন্তু আকাশবাণীতে এঁরা থাকতেন; থাকতেন নাচমহলেও। ক্রমশ তাঁদের আত্মীয়-স্বজনেরা কলকাতা ছাড়িয়ে শহরতলি এবং আরও দূরে ভারতের কোণে কোণে ছড়িয়ে পড়েছিল। তাদের সবাইকে এক জায়গা করে গা-ছমছম-করা একটা অশরীরীর রাজ্যে এই বইয়ের পাঠকেরা উপস্থিত হবেন। তাঁদের গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে পারে, পেঁচোয় তাঁদের আক্রমণ করতে পারে জেনেও এই বই শেষ না-হওয়া অবধি তাঁরা ছাড়তে পারবেন না। এমনকি সাকিন কলকাতার ভূতেদের নিয়ে প্রবীণ-নবীন গল্পগুলো বাড়তি হিসেবে পেয়ে মনে হবে ভূতের রাজা বর দিয়েছে বলেই এই ঐতিহাসিক- রসময় বইটি আপনার হাতে এল। এখন লেখক একদা এঁদের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন বলে এর বিশ্বাসযোগ্যতায় সন্দেহ জাগবে না।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.