এখন চিঠির গন্ধ ক্ষীণ। ইমেল আর হোয়াটসঅ্যাপের বিড়ম্বনায় চিঠি প্রায় বিলুপ্ত। তবুও চিঠির শব্দ তার হৃদয় অনন্য আনন্দে ভরে তোলে অন্য হৃদয়কে। তাই বহুদিন পর প্রিয় কবির চিঠির অক্ষর অনুভূতি হয়ে লুটিয়ে পড়েছে একাকী বারান্দায়। প্রকাশিত হতে চলেছে কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের মায়াবী কলমের আখ্যান ‘এক সোমবারে আপনি’।