আলোর উৎস
অনুভা নাথ
সাহিত্য হল জীবনের জানলা দিয়ে দেখা একখণ্ড আকাশ। অনুভা তাঁর আকাশকে দেখেছেন মানবিক অনুভূতির রোদচশমা চোখে লাগিয়ে। দৈনন্দিনতার বিভিন্ন ঘনঘটা তাঁর কলমে প্রকাশ পেয়েছে অনায়াস সাবলীলতায়। এই বইয়ের অন্তর্গত গল্প, অণুগল্প মেশানো একত্রিশটি কাহিনি যেন ক্যালাইডোস্কোপের মধ্যে দিয়ে দেখা একত্রিশটি আলোকোজ্জ্বল জীবনচিত্র যা পাঠকের হৃদয়তন্ত্রী ছুঁয়ে যাবে বার বার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি