সেই কবে—তখন আমি নিজেও যুবক, লেখক হিসেবে সদ্যাগত ৷ কত সতীর্থের সঙ্গ, সাহচর্য ও বন্ধুত্ব লাভ করেছি ৷ বয়ঃকনিষ্ঠ তরুণদের কথাই বলি বিশেষ করে৷ কলেজ স্ট্রিট মার্কেটে বইয়ের দোকানে নিত্যদিনের আড্ডার আসর ৷ বহু নতুন মুখের আসা-যাওয়া, পরিচয়, সুখ-দুঃখের গল্প, হাসি-ঠাট্টা, সাহিত্য নিয়ে তুমুল তর্কাতর্কি ৷ বছর আট এই আড্ডার ঠিকানা বদল হয়নি ৷
আজ আমার বয়েস যেখানে এসে পৌঁছেছে সেখান থেকে হাত বাড়িয়ে অতীতকে ধরার উপায় নেই ৷ অথচ মনে মনে সেই সুখদুঃখের দিনগুলোকে ছুঁতে সাধ যায় ৷ এই যে স্মৃতিপট—এর সুখ আমার ব্যক্তিগত৷ সেই বিশ্বাসেই এই স্মৃতিকথা ৷ – বিমল কর
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.