অঙ্কজন্ম ও অন্যান্য
লেখক : অমৃতা ভট্টাচার্য
শিল্প কখনও স্রেফ শিল্প নয়, বরং মূর্ত হয়ে ওঠে দৈনন্দিন জীবনের ধারায়। শিল্প শরীর পায়, চরিত্র হয়ে ওঠে। সেই শিল্পচরিত্র কখনও নিত্যশরণ, বসন্ত বা গোকুলদির মত গ্রামের খেটে-খাওয়া গরীব সম্প্রদায়ের কেউ, কখনও অমর্ত্য, রাই, অরিন্দমের মত শহুরে উচ্চ-সম্প্রদায়ভুক্ত মানুষ, আবার কখনও পুনর্বসু, কৃত্তিকা বা অশ্বিনীর মত ফ্লাইওভারের ল্যাম্পপোস্টের আলোরা। অজানাকে জানার পিপাসু মন নিয়ে যাপনের কৃষ্ণগহ্বরের জটিল আবর্তে হারিয়ে যায় আনন্দসুন্দরের মত শিল্পী, নির্মল মাস্টারের মত লেখক অথবা অমর ও ঋজুর মত নেশাখোর মানুষ। তারপর? পিতৃতন্ত্রের উত্তরে এক বিকল্প সমাজ ব্যবস্থা আনার জন্য অযোনিতা নিজের অজান্তেই তৈরি করে একদল ফ্রাঙ্কেনস্টাইন। তারপর? ঝিলমের বেশ্যাবৃত্তির জীবনে শরীর ধরা দেয় মাংসল শিল্প হয়ে। পরের জন্মের ভিত তৈরির জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অঙ্ক কষে চলেন আশুতোষ মাস্টার। এক বিশেষ স্মৃতি ভোলার তাগিদে নিজের অবচেতনকে কোথায় বন্দী করলেন মনোবিদ অভিমন্যু? সম্পর্কের মরীচিকার খোঁজে কোথায় গেল রু? নানা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছেন অমৃতা ভট্টাচার্য। দাঁড় করিয়েছেন পাঠককে। এক অভূতপূর্ব মন্থন থেকে সৃষ্টি হয়েছে ‘অঙ্কজন্ম ও অন্যান্য’। বেশিরভাগ গল্পই প্রকাশিত হয়েছে আনন্দবাজার, আজকাল, কৃত্তিবাস, নবকল্লোল ও অন্যান্য পত্র-পত্রিকায়। বাংলা কথাসাহিত্যের বিভিন্ন বিপরীতমুখী ধারার গল্পের আঙ্গিক একসঙ্গে মিশে অমৃতা ভট্টাচার্যের গল্পে স্বতঃস্ফূর্তভাবেই তৈরি হয়েছে এক স্বতন্ত্র, নতুন আঙ্গিক, যা সর্বার্থেই বাংলা কথাসাহিত্যের এক নতুন পথের সন্ধান দেয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.