অতলকথা সোনাডাঙার বিল
সুকান্ত গঙ্গোপাধ্যায়
'অতলকথা' উপন্যাসে গ্রামে বড় হওয়া সজল শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে বরাবরই বেমানান। এক অনিবার্য কারণে সংস্কৃতিমনস্ক গোপা বিয়ে করে সজলকে। গোপার নিরন্তর তুচ্ছ-তাচ্ছিল্যে কুঁকড়ে থাকা সজল আশ্রয় নেয় কাজের মেয়ে লীলার কাছে। সাহানার কাছে প্রতিশ্রুতিবদ্ধ জেনেও গোপা ভালবাসত সজলের বন্ধু রণদীপকে। হঠাৎই সেরিব্রাল স্ট্রোকে বাক এবং চলচ্ছক্তিহীন হয়ে পড়ে সজল। নানান ঘটনায় প্রকাশ হতে থাকে লীলার সঙ্গে তার গোপন সম্পর্ক। উন্মোচিত হতে থাকে বাকি চরিত্রগুলোর মধ্যকার সত্য ও স্বরূপ।
'সোনাডাঙার বিল' কাহিনিতে বেশ ক'টি মফস্সল শহরের মাঝে বিশাল এক বিল। শহরগুলোর নিকাশি ব্যবস্থায় যার গুরুত্ব অপরিসীম। বিলের মাঝে ডাঙা, যেখানে বেশ কিছু ছিন্নমূল মানুষের বসবাস। বিলের মাছ ধরা তাদের রুজি। বড় এক প্রোমোটিং সংস্থা পুলিশ ও রাজনৈতিক নেতাদের হাত করে সোনাডাঙায় হাউসিং কমপ্লেক্স গড়ে তুলতে চায়। রুখে দাঁড়ায় নয়ন, তার ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা। সোনাডাঙার বিলের বাসিন্দারাও নয়নদের সঙ্গে যোগ দেয়। ফিরে পাওয়া যাবে কি সোনাডাঙার প্রাকৃতিক পরিবেশ?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি