যেতে হবে যোজন পথ
বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়
একই ট্রেনের একই কামরায় জন্মাষ্টমীতে মথুরা-বৃন্দাবন ঘুরতে যাত্রা করেছিল, মালদার রামকেলি গ্রামের মা-ছেলে অন্নপূর্ণা ও সুবল আর কলকাতা থেকে স্বামী-স্ত্রী চিরঞ্জীব, শ্রীময়ী। কাকতালীয় ভাবে একই দিনে হারিয়ে যায় শ্রীময়ী ও অন্নপূর্ণা। দু’জনকে খুঁজেও পাওয়া যায়। ততদিনে বদলে গেছে সকলের জীবন-পথ। ‘যেতে হবে যোজন পথ’ সেই পথ-বদলের আখ্যান।