বই- বাহের দ্যাশ আর দেউনিয়ার বিবি
লেখক- লতিফ হোসেন
শুধু শুধু কিছু মরে যাওয়া মানুষকে মেরে কী লাভ মহারাজ! ওতে কি ক্ষমতা জাহির হয়! এ সমাজের অধিকাংশ মানুষ আগে থেকেই মরে যায়। আমরা শুধু আগুন দেখি। দাফনে-কাফনে নিয়ম মানি। অথচ 'নিয়ম' মানলে মানুষ বেড-রেস্টের মতো মরতে যেত, ভয়শূন্য। কিংবা দিন শেষে রাতের ঘুমের মতো মৃত্যুকে আলিঙ্গন করবার ইচ্ছে জাগত। জানত আমার ছেলেটিকে আর না খেতে পেয়ে মরতে হবে না। জানত আমার মেয়েটিকে যে পাত্রের হাতে তুলে দেব, সে মানুষটি কোনো দিন ঘুষ খাবে না। জানত পৃথিবীর সব বৃদ্ধাশ্রমে তালা পড়েছে। জানত এখানে প্রতিটি গাছ নিরাপদ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি