বহুব্যক্তিত্ব
শেখর দাস
সন্ধ্যায় থানার ভিতর আলুর চপ আর মুড়ি খাচ্ছিলো রঞ্জিত আর অন্যান্য কনস্টেবল আর সিভিক অফিসাররা। ওসি সঞ্জয় থানায় ঢুকে একজন সিভিককে বললো যা একটা চিনি ছাড়া চা আর চানাচুর নিয়ে আয়, রঞ্জিত... আকাশের পোষ্টমর্টেম রিপোর্ট এসেছে? রঞ্জিত বলে সমর বাবু রিপোর্ট আনতে গেছেন এই এলো বলে। সঞ্জয় বলে শালা কী হলো বলতো, গত চার দিন ধরে শুধুই লাশ কাঁধে নিয়ে বেড়াতে হচ্ছে। রঞ্জিত বলে স্যার শনির প্রকোপ, থানায় শনি পূজো করলে ঠিক হয়ে যাবে। একজন সিভিক বলে স্যার চিন্তা করবেন না চাঁদা আদায় করে পূজোর খরচ তুলে নেবো।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি