বঙ্গে বর্গী
বিহারিলাল সরকার
সম্পাদনা : বারিদবরণ ঘোষ
ছেলে ঘুমলো পাড়া জুড়লো
বর্গী এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কীসে?
এই জিজ্ঞাসা প্রায় পৌনে দু'শো বছর ধরে বাঙালি তথা ভারতীয়দের মনে আতঙ্কের সঙ্গে উচ্চারিত হয়েছে কত কোটি বার-তার হিসেব রাখা কষ্টকর। সেই হিসেবটা রাখার দায়িত্ব নিয়েছিলেন প্রথম যাঁরা তাঁদের মধ্যে বিহারীলাল সরকার অগ্রগণ্য। সেই বিভীষিকার নাম ভাস্কর পণ্ডিত। তাঁর পরিচালিত বর্গীর দলের হাঙ্গামায় বর্ধমান, মেদিনীপুর ও মুর্শিদাবাদ একেবারে ছারখার হয়ে যায়। সেই মর্মভেদী ইতিহাস এই 'বঙ্গেবর্গী', নির্ভরযোগ্য এবং প্রামাণিক। বহু বছর পর এই ভুলে যাওয়া ইতিহাসকে আবার নতুন সংস্করণে আমরা এই প্রথম এনে দিলাম ইতিহাসের দায়িত্ব পালন করে। এই ঘটনাকে নিয়ে কবিতায় ইতিহাস লিখেছিলেন গঙ্গারাম 'মহারাষ্ট্র পুরাণ' নাম দিয়ে। তাও এখন দুষ্প্রাপ্য। দুই মলাটের মধ্যে দুটি মূল্যবান দলিল এখানে গ্রথিত। আরও কিছু ঐতিহাসিক বিশ্লেষণ এই প্রয়াসকে অভিবন্দিত করেছে।
সুপ্রতিষ্ঠিত সমালোচক অধ্যাপক বারিদবরণ ঘোষ গভীর অধ্যবসায়ে এই গ্রন্থের সম্পাদনার দায়িত্ব গ্রহণ করায় মর্যাদামণ্ডিত হয়েছে। এই দুর্লভ নথির পুনরুদ্ধার।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.