বাংলাদেশের কথাসাহিত্য : ফিরে দেখা পঞ্চাশ বছর(১৯৭২-২০২১)
সম্পাদনা : প্রলয় মণ্ডল এবং আবদুল্লা রহমান
স্বাধীনতা পরবর্তী পাঁচ দশকে বাংলাদেশের কথাসাহিত্যে এসেছে নানা বাঁকবদল। এই দীর্ঘসময়ে বাংলাদেশের সাহিত্যিকেরা আপন লেখনী শক্তির মাধ্যমে বাংলা সাহিত্যে একটি স্বাতন্ত্র্য ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। আর তারই অনুসন্ধান করা হয়েছে এই গ্রন্থে। ভারত ও বাংলাদেশের অনেক গুণী প্রাবন্ধিকদের লেখায় সমৃদ্ধ হয়েছে গ্রন্থের কলেবর। প্রায় তিরিশজন কথাসাহিত্যিককে নিয়ে চুয়ান্নটি প্রবন্ধ রয়েছে এই গ্রন্থে। প্রবন্ধগুলিতে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, আর্থ-সামাজিক, রাজনৈতিক অবস্থা, ব্যক্তিজীবন, দাম্পত্য জীবন ইত্যাদি নানা অনুষঙ্গ। এ ছাড়াও বিভিন্ন প্রাবন্ধিকের প্রবন্ধে চর্যাপদের সময়কাল থেকে শুরু করে মধ্যযুগীয় বাংলা, আধুনিক সময়ের অবিভক্ত বাংলার চালচিত্র, ছিটমহল সমস্যার ছবি উঠে এসেছে। বাংলাদেশের কথাসাহিত্যের ভাষা ও শৈলীগত দিকটিও তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। এককথায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কথাসাহিত্যের সারাৎসার বলা যেতে পারে এই গ্রন্থটিকে। এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে, ১৯৭১-পরবর্তী সময়ে বাংলাদেশের কথাসাহিত্য বর্ষার পদ্মার মতো ফুলে ফেঁপে উঠেছে। আর তা থেকে এক আঁজলা জল উঠে এসেছে এই গ্রন্থে। তবে তা একেবারে নিরেট, খাঁটি। গঙ্গাজলের মতোই তা পাঠক অনায়াসে পান করতে পারেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি