বাংলার বিচিত্র দেবদেবী
মৃগাঙ্ক চক্রবর্তী
নাকালিয়ায় বহুকাল ধরে পূজিত হয়ে আসছে এক ব্যতিক্রমী অপদেবতা নিশাচর। তার হাওয়া কারো লাগলেই সাথে সাথে পঙ্গু। ফালাকাটায় একই থানে পাশাপাশি পূজিত হয় চান্দেমা আর ফতেমা নামে দুজন ব্যতিক্রমী লৌকিক দেবী। চান্দেমা হিন্দু, ফতেমা মুসলিম দেবী। সিঙ্গিজানি গ্রামের লোকেরা পথ দুর্ঘটনা থেকে বাঁচতে সুর ঠাকুর নামে এক ব্যতিক্রমী লৌকিক দেবতার পূজা করে। নাংকাদেব নামক লৌকিক দেবতার পূজায় দেউসীর ভর উঠলে, সে উৎসর্গ করা পায়রার গলা একটানে ছিড়ে, পায়রার রক্তপান করে ভর কাটায়। উত্তরবঙ্গে প্রত্যন্ত এক গ্রামাঞ্চলে টেনশন ডিপ্রেশন থেকে রেহাই পেতে টেনশন ঠাকুর নামে এক লৌকিক দেবতার পূজা করা হয়। বাংলায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এরকমই স্বল্প পরিচিত ৪১ জন ব্যতিক্রমী লৌকিক দেবদেবীর ওপর লেখা হয়েছে বাংলার বিচিত্র দেবদেবী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি