কলকাতার দেবালয় ইতিহাস ও জনশ্রুতি

(0 পর্যালোচনা)

লিখেছেন:
Soma Mukhopadhyay
প্রকাশক:
খড়ি

দাম:
₹299.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
খড়ি
খড়ি
(0 ক্রেতার পর্যালোচনা)

কলকাতার দেবালয় ইতিহাস ও জনশ্রুতি 

সোমা মুখোপাধ্যায় 

কলকাতার বিভিন্ন অঞ্চলের নামকরণ যেমন ডোমপাড়া, মালোপাড়া, জেলেপাড়া, তাঁতিপাড়া এমন‌ সব নাম থেকে এখানকার নানা বৃত্তিজীবিদের কথা প্রমাণিত হয়। সুপ্রাচীনকাল থেকেই এঁরা এই মহানগরীর আদিবাসিন্দা। এঁদের আরাধ্য লোকদেবতার মন্দির রয়ে গেছে সেইসব অঞ্চলে। যদিও পরবর্তী সময়ে এসব অঞ্চলের নতুন নামকরণ হয়েছে। বৌবাজারের চাঁপাতলার মা শীতলা বা তালতলার  ধর্ম ঠাকুর সেই ঐতিহ্য বহন করে চলেছে।

স্থাপত্য বা বিগ্ৰহের সঙ্গে সঙ্গে এইসব মন্দিরের পুজোপদ্ধতির একটা আলোচনার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। ছাতুবাবুর বাজারের বসাকালীর কালীপুজোয় অন্যতম প্রধান ভোগ যেমন শোলমাছ তেমনি গোকুল বড়াল স্ট্রিটের জগন্নাথদেবের রথযাত্রায় হয় এলাহি ভোগের আয়োজন। ধর পরিবারে হয় সাতদিনের জগন্নাথ দেবের বিভিন্ন বেশ আর উল্টোরথে জগন্নাথদেবের সঙ্গে মা লক্ষ্মীর মিলনের অপূর্ব অনুষ্ঠান। রাজবল্লভ পাড়ার  বলাইচাঁদের প্রতিদিন রাতের ভোগে থাকে রুটি তরকারি। চৈত্র মাসে হয় তাঁর রাস উৎসব।

মোট পঁয়ত্রিশটি মন্দিরের আলোচনা রয়েছে এই বইটিতে। এর মধ্যে যেমন বহু পরিচিত মন্দিরের কথা এসেছে তেমন এসেছে তুলনায় কম আলোচিত বা লোকচক্ষুর অন্তরালে থাকা সিমলার বড়ো মহাপ্রভু ,ছোট মহাপ্রভু বা কাত্যায়ণী ধামের মতো পারিবারিক মন্দির।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat™   |   © All rights reserved 2024.