ভালো-বাসার বারান্দা ১
নবনীতা দেবসেন
আজীবনের ভালো-বাসা বাড়ির বারান্দায় নবনীতা নতুন করে এসে দাঁড়িয়েছেন। গত কয়েকবছর ধরে 'ভালো-বাসার বারান্দা' পাঠকের পরিচিত, প্রিয়, আদরণীয় হয়েছে। দেশবিদেশের আলো এসে পড়ে বারান্দাটিতে, স্মৃতি-বিস্মৃতির ছায়া কখনও মানুষ, কখনও স্থান, কখনও সমাজ এসে ধরা দেয়। চাপল্যের চড়াইটিও কিচির মিচির করে যায় রেলিঙে বসে। দেওয়ালে আলোর আলিম্পন এঁকে দিয়ে যায় সময়ের চলচ্চিত্র। নবনীতার বারান্দায় বসে পাঠক পরিচিত হয়ে যান সমস্ত বিশ্বের সঙ্গে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি