ভারতপথিক রামমোহন
সুকুমার মিত্র
"সাম্প্রতিক কালে রামমোহন চর্চার নামে কিছু অপপ্রচারের সমালোচনা হিসাবেই বইটি লিখেছি। এতে রামমোহনের জীবনী বা কীর্তির কোন বিস্তৃত বা ধারাবাহিক বিবরণ দেওয়া হয়নি। প্রথমে যেটা লিখি সেটা একটা ছোটোখাটো প্ৰবন্ধ হয়েছিল। চেষ্টা করি সেটিকে সাহিত্য-পরিষৎ-পত্রিকায় প্রকাশ করতে— কিন্তু তাতে ব্যর্থ হই। একটু ভগ্নমনোরথ হয়ে বেশ কিছুদিন ব্যাপারটা চেপে যাই। পরে আবার নতুন করে লিখতে শুরু করি— এবং লিখতে লিখতে প্রবন্ধটি বেশ বৃহদাকার ধারণ করে। এতবড় রচনা কোন সাময়িক পত্রে প্রকাশ করার অনুপযোগী মনে করে, সেটিকে একটি গ্রন্থ আকারেই প্রকাশ করা হল। লিখতে লিখতে এবং ছাপতে ছাপতে রামমোহন সম্বন্ধে সে সব বই পড়ার সুযোগ হয়, সেগুলি যথাসম্ভব ব্যবহার করার চেষ্টা করি। তবুও অনেক তথ্যই আমার অজানা,— সেগুলি স্বভাবতই এখানে ব্যবহার বা সংযোজিত করা সম্ভব হয়নি। তার জন্য আশা করি পাঠকরা আমাকে ক্ষমা করবেন। গ্রন্থের শেষে ‘সূত্র এবং টীকা’ অংশের প্রতি পাঠকদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করি। যথাসম্ভব, আমার বক্তব্যের সূত্রগুলির উল্লেখ সেখানে করা হয়েছে। আর, তার সঙ্গে কিছু টীকা এবং তথ্যও জুড়ে দেওয়া হয়েছে"। _সুকুমার মিত্র
সুকুমার মিত্র
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হয়ে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান । কিছুকাল বড় বাণিজ্যিক সংস্থায় কাজ করার পর সারাজীবন শিক্ষকতা করেন । নিজে বই কিনে তিনি বড় ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলেন ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.