ভয়ঙ্কর ভয়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দেবদত্তা বন্দোপাধ্যায়

মূল্য
₹275.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন
ভয়ঙ্কর ভয় 

দেবদত্তা বন্দ্যোপাধ্যায় 

মোহনের শরীরটা যেন থেতলে দিয়েছে কেউ, নদীর মাঝে একটা বড় পাথরের উপর ঘিলু-রক্ত-মাংস সব মাখামাখি। কিন্তু নদীতে যা জল বেড়েছে মোহন ওই পাথরটার কাছে গেল কী করে কে জানে। আর কেনই বা গেল? এর উত্তর কারোর কাছে নেই। মোহনের বৌ দুর্গা যেন পাথর। গত বছর ওদের ছেলে মারা গেছিল এক দুর্ঘটনায়। পরিবারটা শেষ হয়ে গেল। মোহনের ছেলের বৌ কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছিল। তার আট বছরের ছেলেটা ফ‍্যালফ‍্যাল করে তাকাচ্ছে। মাঝে মাঝে মাকে জড়িয়ে ধরছে। 
একজন লেবার বলল, “ভোর রাতে নদীর দিকে সকালের কাজ সারতে গেছিল মোহন দাজু, নদীর জল বেড়ে বস্তির কাছে উঠে এসেছিল বলে ওকে এদিকে সরে আসতে হয়েছিল। কিন্তু মাঝের ওই পাথরে গিয়ে পড়ল কীভাবে কে জানে!”
তখনই একটা গুঞ্জন শোনা গেল জঙ্গলের দিকে। দু তিনজন চ‍্যাংদোলা করে নিয়ে আসছে একটা উনিশ কুড়ি বছরের ছেলেকে। ধীমান চিনতে পারে, ছেলেটার নাম শান দ্রিকচু। ও পাথর ভাঙার কাজে ঢুকেছে কিছুদিন আগে।
দুজন লেবার বলে, ছেলেটা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। ওরা ধরে এনেছে। কেন পালিয়ে যাচ্ছিল বলতে চাইছে না।
ধীমান ছেলেটার ঘাড় ধরে দাঁড় করায়, বলে, “কী হয়েছে আমায় বলো। নাহলে তুমিই বিপদে পড়বে।”
ভয়ে যেন কাঁপছে ছেলেটা। দূরে পাথরের উপর মোহনের দেহটার দিকে তাকিয়ে ও বলে, “পাউমাকাই…. কাউকে ছাড়বে না পাউমাকাই। আমায় যেতে দাও।”
“কে পাউমাকাই, কী দেখেছ তুমি?” চিৎকার করে ওঠে ধীমান।
কাঁপতে কাঁপতে বসে পড়ে ছেলেটা, ভুটিয়া আর হিন্দি মিলিয়ে যা বলে তার অর্থ পাউমাকাই তুলে নিয়ে গেছিল মোহনকে। সে আছড়ে মেরেছে নদীর ভেতর ওই বড় পাথরে ফেলে।
ধীমান দেখে ভয়টা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে সবার ভেতর। সবাই এদিক ওদিক তাকাচ্ছে।
“এই পাউমাকাইটা কী? কেমন জন্তু? চিতা নাকি?” ধীমান জানতে চায়।
“বাদুড় দেবতা, যদিও ভুটিয়ারা বলে শয়তানের দেবতা। পাউমাকাইয়ের পূজা করতে হয় রক্ত আর নরমাংস দিয়ে। দেবতা প্রসন্ন হলে যে পূজা করবে তার সব ইচ্ছা পূর্ণ হবে। সে হবে এই পৃথিবীর রাজা।” কেটে কেটে কথাগুলো বলে ভুলুয়া। তারপর বলে, “আপনি ওই বাড়িটা ছেড়ে দিন বাবু। ওখানেই অপদেবতার বাস।”

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি