বই - ব্রাহ্মণ নবাব
লেখক - কমল চক্রবর্তী
"ঠাকুর, দুদিন আগে যদি বাংলার আরোগ্য-দেবীর খবর পেতাম তবে আমার রাজস্থানী মারা যেত না। নবাবের চোখে ফের জল এলো। জানো তো হারেমের মেয়েরা কেবল যৌন আনন্দের জন্যই, মোঘল সম্রাটরা সেভাবেই রাখে। কিন্তু আমি কী করব, বাংলা নরম সরম জলবায়ু আমাকে এমন কোমল করেছে যে, আমি কাঁদি। আমার একশো দশটা যুবতি, একটা একটা করে প্রত্যেকের মুখ মনে পড়ছে। আমি মরে যাব ঠাকুর। আমাকে বাঁচাও।"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি