কেমন ছিল ষোড়শ শতাব্দীর মল্লভূমের লোকজ-সংস্কৃতি?
রাজা হাম্বিরমল্ল-ই বা কে ছিলেন? মল্লভূমের শান্ত জীবনছন্দে হঠাৎ কেন উঠেছিল ঢেউ? আর অন্যদিকে অজ্ঞাতকুলশীল সতীকান্ত এবং রাজকুমারী মাধুরীর প্রেম কি সার্থকতায় বাঁধা পড়েছিল?
এইসমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে শান্তা মুখোপাধ্যায় রচিত 'মল্ল-মাধুরী'- তে।
বই- মল্ল-মাধুরী
লেখক- শান্তা মুখোপাধ্যায়