বই - বৃষ্টিছোঁয়া (ছোটোগল্প সংকলন)
লেখক- দেবব্রত নাথ
দেবব্রত তাঁর কাহিনিতে প্রতিফলিত করতে চেয়েছেন আজকের সময়ের, জীবনের তথা সমাজের চালচিত্র। সাধারণ দৈনন্দিন জীবনের নাটকীয়তা, সংঘর্ষ, পরিণতি সব মিলিয়ে আলোড়ন তুলেছে লেখকের এই কাহিনিগুলোতে। খুব সাধারণ ও সাবলীল ভাষা প্রয়োগে পাঠকের মনের খুব কাছাকাছি এনে দিয়েছেন গল্পগুলোকে। 'বৃষ্টিছোঁয়া' সার্থক নামকরণ হয়েছে বইটির। বৃষ্টি এখানে একটি নাম যা আপেক্ষিক হিসেবে ব্যবহৃত হলেও, ভালোলাগার রিমঝিম বৃষ্টি নিশ্চিতভাবে ভেজাবে পাঠকের মন।
'আয়না' একটি প্রেম কাহিনি হলেও এখানে প্রেম ও কর্তব্যের এক অমোঘ মিলমিশ দেখিয়েছেন লেখক। যা পাঠকের কাছে অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠবে। এর আগে আমরা অনেক প্রেমের উপপাদ্য পড়েছি। ভালোবাসার অনেক রকম উদাহরণ ও সংজ্ঞা দেখি। কিন্তু দেবব্রতর লেখা 'উপলব্ধি', আমাদের এক অন্য উপলব্ধিতে নিয়ে পৌঁছায়। 'কল্প কাহিনিতে' ভালোবাসার জোড়ালো আবেগে, কল্পনায় অশরীরীর উপস্থিতির মনস্তাত্ত্বিকভাবে লেখকের বিশ্লেষণ, সত্যি প্রশংসনীয়। 'জাল' গল্পটি আদ্যোপান্ত চমকে ভরা। অদ্ভুতভাবে জালে জড়িয়েছে গল্পের পাত্র-পাত্রীরা।
'দ্যুতি'-র মূল কাহিনি খুব বাস্তব ও স্পর্শকাতর। 'পরকীয়া' কাহিনিটি আকর্ষণীয় এবং ঘটনা প্রবাহে জমজমাট। পরের গল্পটি 'ধাঁধা'। টানটান, রোমহর্ষক। এরপর 'বৃষ্টিছোঁয়া'। 'বোধ' দুই নারীর পরস্পরকে ভালোবাসার গল্প। 'মুখোশ' কোভিডের আবহে লেখা এক অসাধারণ গোয়েন্দা কাহিনি। 'সময়' মানুষের নিজস্ব অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.