বুদ্ধদেব দাশগুপ্ত : তথ্যচিত্র
চণ্ডী মুখোপাধ্যায়
প্রচ্ছদ পরিকল্পনা ও অঙ্গসজ্জা : শুভদীপ সেনশর্মা
চলচ্চিত্র গ্রন্থমালা সিরিজ ১৪
তথ্যচিত্র দিয়ে সিনেমাজীবন শুরু বুদ্ধদেব দাশগুপ্তের। 'কন্টিনেন্ট অফ লাভ'। পাশাপাশি একটা ছোটো ছবি 'সময়ের কাছে'। যদিও এই 'সময়ের কাছে' মুক্তি পায় প্রায় ৫০ বছর পর। ১৯৬৮-তে তৈরি ছবি দেখানো হয় ২০১৮ কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে। আর 'কন্টিনেন্ট অফ লাভ' অদেখাই রয়ে গেছে। তখন মানে সেই ষাটের দশকের শেষে কবিতাই প্রধান প্যাশন তাঁর। নারী নয় কবিতা। একথা নিজেই বলেন বুদ্ধদেব, 'আসলে আমি প্রবলভাবে প্রেমে পড়েছিলাম সিনেমা আর কবিতার। সেটা কিন্তু নারীর সাথে প্রেমে পড়ার বয়স, কিন্তু আমার প্রেম হয়েছিল দুটো বিষয়ের সঙ্গে। ফলে নারীর সঙ্গে প্রেমের খুব একটা সময় আমি পাইনি। আর সেটুকু তৈরি হয়েছে তা হালকা সুতোর মতো, জট বাঁধেনি। সিনেমা করতে গিয়ে যেসব নারীরা আমার কাছে এসেছিলেন তাঁরা আমার সন্তানের মতো, কেননা তাঁরা আমারই সৃষ্টি। ফলে তাঁদের সাথে প্রেমের কোনো প্রশ্নই ওঠে না। আমার শেষজীবনে যে প্রেম এসেছে সেটা আমার স্ত্রী সোহিনীর সঙ্গে। এই আর কী, এছাড়া খুব একটা কিছু নয়।'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি