জঁ লুক গোদার
চণ্ডী মুখোপাধ্যায়
প্রচ্ছদ পরিকল্পনা ও অঙ্গসজ্জা : শুভদীপ সেনশর্মা
চলচ্চিত্র গ্রন্থমালা সিরিজ ১২
গোদারের 'ব্রেথলেস' বাণিজ্যিকভাবেও সফল হল। 'নবতরঙ্গ' আসার আগে সময়টায় মোটেই বাণিজ্যিকভাবে ফরাসি ছবির হাল খুব একটা ভাল যাচ্ছিল না। ফলে প্রযোজকরা টাকা বিনিয়োগ করতে চাইছিলেন না।কিন্তু গোদার ক্রফোর ছবি আন্তর্জাতিক সফলতার পাশাপাশি ফরাসি দেশেও বাণিজ্যিকভাবে সফল হওয়ার ফলে 'নবতরঙ্গ'-এর পরিচালকদের ছবিতে প্রযোজকরা বিনিয়োগ করতে আগ্রহী হলেন। ফলে সেই সময় 'নবতরঙ্গ'-এর পরিচালকদের প্রযোজক পেতে কোনো অসুবিধা হল না। এবং এঁদের কম বাজেটের চলচ্চিত্রগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠল। আর গোদার ক্রমশই হয়ে উঠতে থাকলেন স্বতন্ত্র। এমনকী ফরাসি সিনেমার পঞ্চপান্ডব্দের মধ্যেও এইন স্ব-স্বভাবে আলাদা হয়ে উঠলেন। ক্রমেই তিনি হয়ে উঠলেন ফরাসি সিনেমার আইকোনোক্লাস্ট। আর তখনই তো নির্ধারিত হয়ে যায় অমরত্ব তাঁর অবশ্য ভবিতব্য আর মত্যুভাবনা সেতো তাঁর প্রথম ফিচার ছবি 'ব্রেথলেস'-এই প্রোথিত। 'ব্রেখলেস'-এর নায়কের যাত্রাপথ ক্রমশই তো মৃত্যু অভিমুখী। যারই সম্প্রসারণ পাই গোদারের পরবর্তীসময়ের বেশকিছু ছবিতে যেমন 'আলফাভিল', 'পিয়ের লে ফু' বা 'উইক এন্ড' প্রমুখে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি