বুদ্ধিজীবী ও নানা প্রশ্ন
সম্পাদনা : লতিকা মুখোপাধ্যায়(গুহ)
লিখেছেন : রণেশ দাশগুপ্ত, বিশ্বরঞ্জন সেনগুপ্ত, নারায়ণ চৌধুরী, বিনয় ঘোষ, অমিতাভ দাশগুপ্ত, আতাউর রহমান, সঞ্জয় মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নিত্যপ্রিয় ঘোষ এবং সমর সেন।
'ব্যাপক অর্থে বুদ্ধিজাত ফসলের বিনিময়ে জীবিকা যে অর্জন করে সে বুদ্ধিজীবী। অভিজ্ঞতা বলে এহেন বুদ্ধিজীবীরা কাছ থেকে খুব বেশি ফলপ্রসূ ভূমিকা আশা করা যায় না যাতে প্রগতির সংকটে সমাজকে এরা তরিয়ে দিতে পারেন। এই পেশাদার বুদ্ধিজীবীদের কাজ পণ্য হিসাবেই গণ্য হয়, যদিও সমাজে একটা কৃত্রিম পূজ্যপদে এদেরকে রাখার ব্যবস্থা করা হয়, যা মুখ্যত অলীক স্তোকমূলক আয়োজনমাত্র। বুদ্ধিজীবীরা তৈল-তণ্ডুলের প্রশ্নটা বাতুল চিন্তা নয়, তবে নিছক তৈল-তণ্ডল-মনস্কতা বা তার জন্য আত্মবিস্মৃতি ও আত্মবিক্রয়টাও কাজের কথা নয়। নির্বিকল্প ছাপোষা গৃহপালিত মনবৃত্তি এবং তৎপ্রসাদাৎ শান্তির ললিত বাণীর সহজিয়া বিলাসিতায় এরা অপরিহার্য বস্তু সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন।'
লিখেছেন লতিকা মুখোপাধ্যায়(গুহ)।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি