এঙ্গেলস : দুশো বছর পেরিয়ে
রামকৃষ্ণ ভট্টাচার্য
ফ্রিডরিখ এঙ্গেলস (২৮ নভেম্বর, ১৮২০ - ৫ আগস্ট ১৮৯৫) ছিলেন জার্মান সমাজ বিজ্ঞানী, লেখক, রাজনৈতিক তাত্ত্বিক, দার্শনিক, এবং মার্কসবাদের অন্যতম প্রতিষ্ঠাতা। ইংল্যান্ডে শ্রমিক শ্রেণির অবস্থা নিয়ে তাঁর নিজস্ব উপলব্ধি ও গবেষণালব্ধ ফলাফল ১৮৪৫ সালে প্রকাশিত হয়। ১৮৪৮ সালে কার্ল মার্কসের সাথে যৌথভাবে কমিউনিস্ট পার্টির ইশতেহার রচনা করেন। জন্মদ্বিশতবার্ষিকী পেরিয়ে এসে বিস্মৃতপ্রায় অধ্যায়কে ফিরে দেখা।
'রুশ বিপ্লব(১৯১৭)-এর পর সোভিয়েত যুক্তরাষ্ট্রে একটা কথা উঠেছিল: মার্কসীয় নন্দনতত্ত্ব বলে কিছু হয় না। কান্ট বা ঐরকম কারুর রচনা থেকে নন্দনতত্ত্বের দিকটি পূরণ করতে হবে। এর প্রতিবাদ করেছিলেন হাঙ্গেরীয় সাহিত্য-সমালোচক গেয়র্গ লুকাচ(১৮৮৫-১৯৭১) আর রুশ সাহিত্যবিদ, মিখাইল লিফশিটস(১৯০৫-১৯৮৩)। তাঁদের বক্তব্য ছিল মার্কসবাদ একটি সর্বাত্মক বিশ্ববীক্ষা; নন্দনতত্ত্বর জন্য কারুর কাছে হাত পাতার দরকার নেই। মার্কস-এর চিন্তার ভেতর থেকেই নন্দনতত্ত্ব পাওয়া যায়। এ ব্যাপারে লুকাচ ও লিফশিটস-এর মূল আশ্রয় ছিলেন --- নামটি শুনে আশ্চর্য হবেন না--- জোসেফ স্তালিন(১৮৭৮-১৯৫৩)। তখন তিনি সোভিয়েত যুক্তরাষ্ট্রর প্রধান (লুকাচ ১৯৮৩, পৃ. ৮৬ দ্র.)।'
- লিখেছেন অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্য
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.