ক্যানভাসে রং নয় রক্ত
তপন বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ : অঞ্জন রায়
প্রকাশক : পূর্বাশা
পরিবেশক : অঞ্জলি প্রকাশনী
সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা কাহিনী "ক্যানভাসে রং নয় রক্ত"। গোয়েন্দা গার্গীর রোমাঞ্চকর এবং শ্বাসরুদ্ধকর তিনটি কাহিনীর অবতারণা এই বই। "একটি খুন :একটি অন্যরকম তদন্ত" তে একটি বাংলা সিরিয়াল, সবে তার শুটিং শুরু হতে যাচ্ছে, প্রযোজক বিপ্লব চাকলাদার বৈশাখী নামের একটি সুন্দর মুখকে ইন্ট্রোডিউস করতে চাইছেন ছোট পর্দায়। এদিকে স্ত্রী সুচিস্মিতাও লিড রোলে আগ্রহী। শুটিংয়ে একটা চাপা টেনশন। এর মাঝেই হঠাৎ শুটিং বন্ধ করে দিতে হয়। কেন! গোয়েন্দা গার্গীর হস্তক্ষেপে একটু একটু করে উদঘাটিত হয় এই রহস্য। একটি খুন থেকে তদন্ত শেষ পর্যন্ত পাঠককে শেষ শিহরণের দিকে ঠেলে দেয়। এই গ্রন্থে পরের কাহিনী "ক্যানভাসে রং নয়, রক্ত"। চিত্রশিল্পী রূপান্তরের ছবিতে লাল রঙের উজ্জ্বল উপস্থিতি। ছবির নাম 'রেড হরাইজন'। ছবিতে সূর্যোদয়ের উজ্জ্বলতা। আরেকটি ছবি 'রেড ক্লাউড' তাতে সূর্যাস্তের আগের মুহূর্ত। রূপান্তর বিশ্বাস করেন লাল রং এ আছে প্রণয়, যৌনতার পাশাপাশি উত্তেজনা, বিপদ এবং শিহরণ। কাহিনীতে দেবস্মিতার খুন ও লাল রং মিশে যায়। কেন হত্যা করা হলো দেবস্মিতাকে! সবশেষের কাহিনী "গার্গী নয়, এবার লুনা"। নতুন প্রজন্মের লুনা, মায়ের মতোই চৌখস। নিউটাউনের উন্মীলন আবাসনের মনোবীণা রুদ্রের নৃশংস হত্যার কিনারা করে সে। এই প্রতিটি রহস্যের উত্তর আছে কাহিনীগুলির শেষে। লেখকের রচনা শৈলী পাঠককে সেই উত্তেজনার শিখরে নিয়ে যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.