ছত্রভঙ্গ
কিন্নর রায়
এই আখ্যানলিপি 'যুগান্তর দল' ও বরিশালের 'শঙ্কর মঠ'-এর সঙ্গে জড়িত এক বিপ্লবী ও সন্ন্যাসীর যিনি ১৯৪৭ সালের ১৫ আগস্টের পর কোনো রাজনৈতিক দলেই যাননি, যোগ দেননি। তিনি তাঁর সার্বিক কৃচ্ছ্রসাধন মেনে নিয়েছেন প্রাত্যহিকতায়। সারাজীবন মাথা উঁচু করে থাকা এই মানুষটি যথেষ্ট কষ্ট করেই কাটান নিজের দিন। পাঁচের দশকে কলকাতার গা-লাগোয়া প্রায় দমদম বিমানবন্দর ছোঁয়া একটি কাঁচা বাড়িতে তিনি থাকেন, একটি দরিদ্র পরিবারের সঙ্গে। এই আখ্যানলিপিকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে দমদমের বীরপাড়ার কলোনি জীবনের খানিক খানিক শব্দে, কল্পনায়, নিজস্ব চিত্রণে। কলোনির নাম শহিদ কলোনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি